‘তৃণমূল বিএনপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব’

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া

‘তৃণমূল বিএনপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব’
জামিন পাওয়ার পর সৈয়দ এ কে একরামুজ্জামান। গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালত প্রাঙ্গণে

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান তৃণমূল বিএনপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব, এটা জানতে পেরে বিএনপি আমাকে বহিষ্কার করেছে। তবে বিএনপির এ সিদ্ধান্তের বিষয়ে আমার বলার কিছু নেই। এটা (নির্বাচন করা) আমার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত।’

একরামুজ্জামান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে দল থেকে বহিষ্কার করেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।