বিশ্ব ইজতেমার ২য় পর্ব শুরু

ঢাকা ।।

বিশ্ব ইজতেমার ২য় পর্ব শুরু
পাকিস্তানের মাওলানা হারুন কোরায়েশির বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়েছে

আজ (শুক্রবার, ৯ ফেব্রুয়ারী) বাদ ফজর মাওলানা সাদের ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এই ইজতেমার দ্বিতীয় পর্ব । গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে এটি বিশ্ব ইজতেমার ৫৭তম আয়োজন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বাদ জোহর পাকিস্তানের মাওলানা হারুন কোরায়েশির বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।

আজ জুমার সালাতের আগে বয়ান করবেন মাওলানা মনির বিন ইউসুফ।

জুমার সালাত পড়াবেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। বাদ জুমা বয়ান করবেন সৌদি আরবের মাওলানা শেখ মোফলে। বাদ আসর মাওলানা মোশারফ, বাদ মাগরিব মাওলানা ইউসুফ বিন সাদ বয়ান করবেন।

এর আগে গতকাল বাদ জোহর বয়ান করেন মাওলানা হারুন কোরায়েশি।

বাদ আসর মাওলানা ওয়াসিফুল ইসলাম এবং বাদ মাগরিব মাওলানা আব্দুস সাত্তার বয়ান করেন।

ইজতেমার দ্বিতীয় পর্বে বিশ্বের শতাধিক দেশের ১২ থেকে ১৪ হাজার মেহমান আখেরি মোনাজাতে অংশ নেবেন বলে আয়োজক কমিটির মুরব্বিরা আশা প্রকাশ করেছেন। গতকাল বিকেল পর্যন্ত ৫৩টি দেশের তিন হাজারের বেশি মেহমান ময়দানে নির্ধারিত নিবাসে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন মিডিয়া সমন্বয়কারী হাজি মো. সায়েম।

পাশের দেশ ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও কাশ্মীর থেকে সর্বোচ্চসংখ্যক মুসল্লি ময়দানে অবস্থান নিয়েছেন।