হোয়াটসঅ্যাপে নতুন ফাইল আদান-প্রদানের সুবিধা

হোয়াটসঅ্যাপে নতুন ফাইল আদান-প্রদানের সুবিধা

হ্যাঁ, আপনি শুনলেন ঠিকই! হোয়াটসঅ্যাপে শীঘ্রই এমন এক দারুণ সুবিধা চালু হচ্ছে, যার মাধ্যমে আপনি কাছাকাছি থাকা অন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সাথে বড় আকারের ফাইল দ্রুত ও সহজেই শেয়ার করতে পারবেন।

বর্তমানে, হোয়াটসঅ্যাপে ফাইল শেয়ার করতে অনলাইন ডাটা ব্যবহার করতে হয়, ফলে বিশেষ করে বড় ফাইল পাঠাতে বেশ সময় লাগে। কিন্তু, নতুন "নিয়ারবাই শেয়ার" ইনস্পায়ার্ড এই সুবিধাটি ব্যবহার করে আপনি ব্লুটুথের চেয়েও দ্রুত গতিতে ফাইল শেয়ার করতে পারবেন।

এই সুবিধাটি কীভাবে কাজ করে?

  1. আপনি যে ফাইলটি শেয়ার করতে চান, সেটির পাশে "শেয়ার" বাটনে ক্লিক করুন।
  2. "নিয়ারবাই শেয়ার" অপশনটি সিলেক্ট করুন।
  3. অন্য ব্যবহারকারীর ফোনটি কাছে আনুন।
  4. উভয় ফোনেই একটি পপ-আপ উঠবে, সেখানে "কানেক্ট" বাটনে ক্লিক করুন।
  5. ফাইলটি নিরাপদে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সাথে সরাসরি অন্য ফোনে স্থানান্তরিত হবে।

এই নতুন সুবিধাটির কী কী লাভ?

    • দ্রুত গতি: ব্লুটুথের চেয়েও দ্রুত ফাইল শেয়ার করুন।
    • অফলাইন সুবিধা: ইন্টারনেট ছাড়াই ফাইল শেয়ার করুন।
    • বড় ফাইল সাপোর্ট: যেকোনো আকারের ফাইল শেয়ার করুন
    • এন্ড-টু-এন্ড এনক্রিপশন: আপনার ফাইল সম্পূর্ণ নিরাপদ।