আড়ংয়ে ঈদের কেনাকাটাতে বাড়ছে ভিড় 

অতিথি নিউজ ডেস্ক :

আড়ংয়ে ঈদের কেনাকাটাতে বাড়ছে ভিড় 

রাজধানীর মার্কেটগুলোতে দিন দিন ক্রেতা সমাগম বাড়তে শুরু করেছে। রাজধানীতে ছুটির দিনে অন্যান্য দিনগুলোর থেকে বেশি ভিড় দেখাগেছে । 

আর মঙ্গলবার (২৬ মার্চ) সরকারি ছুটির দিন হওয়ায় কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন রাজধানীবাসী। যে কারণে রাজধানীর গুলশান আড়ংয়ে দেখা গেছে ক্রেতাদের অনেক ভিড়।

ইফতারের সময় কিছুক্ষণের জন্য কেনাকাটা বন্ধ থাকে আউটলেটটিতে। এসময় গেটে ক্রেতাদের লম্বা লাইন সৃষ্টি হয়। ইফতার শেষে আউটলেট খোলার সঙ্গে ক্রেতারা ভেতরে প্রবেশ করেন। এরপর পছন্দমতো কাপড় ট্রায়াল দিয়ে ক্যাশ কাউন্টারে দিচ্ছেন।  
তবে ঈদের দিন যত কাছাকাছি আসবে ভিড় তত বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ। 
গুলশান আড়ংয়ে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৫ রোজা শেষ হয়ে যাওয়ায় সময়ক্ষেপণ না করে পছন্দের পোশাক কিনতে এসেছেন। আবার অনেকে নিজের কেনাকাটা শেষ করে আত্মীয়-স্বজনদের উপহার দেওয়ার জন্য কেনাকাটা করছেন। 
আড়ং কর্তৃপক্ষ বলছে, মূলত শবেবরাত থেকেই ঈদ কেনাকাটা শুরু হয়েছে এখানে। এখন ঈদের দিন যত এগিয়ে আসছে ক্রেতাদের ভিড়ও বাড়ছে। প্রতিদিন রাত প্রায় ১২টা পর্যন্ত কেনাকাটা চলছে গুলশান আড়ংয়ে।