পাঁচবারের সংসদ সদস্য মতিয়া চৌধুরী সপ্তমবার পেলেন আওয়ামী লীগের মনোনয়ন

প্রতিনিধিনালিতাবাড়ী, শেরপুর

পাঁচবারের সংসদ সদস্য মতিয়া চৌধুরী সপ্তমবার পেলেন আওয়ামী লীগের মনোনয়ন
‘শান্তি সমাবেশে’ বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। ঢাকা, ২২ জুলাই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরীসহ ছয়জন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়া অপর পাঁচ ব্যক্তি হলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও শেরপুর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি চন্দন কুমার পাল; আওয়ামী লীগের কেন্দ্রীয় ক্রীড়া ও যুব উপকমিটির সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব আবদুস সামাদ ফারুক; নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান; কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির প্রয়াত নেতা কৃষিবিদ বদিউজ্জামানের ছেলে রাগিব হাসান এবং জাতীয় পার্টির সাবেক নেত্রী রোজী সিদ্দিকী। গত রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। সেখানে শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরীর নাম ঘোষণা করা হয়।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার সকাল ১০টায় নালিতাবাড়ী পৌর শহরের স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এরপর তিনি মনোনয়নপত্র জমা দেবেন।

পুনরায় মতিয়া চৌধুরীকে মনোনয়ন দেওয়ায় দলীয় প্রধানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মতিয়া চৌধুরী দেশের ও দলের বিভিন্ন কর্মকাণ্ড এবং সততার জন্য দলের সভানেত্রীর কাছে বিশ্বস্ততার জায়গা তৈরি করে নিয়েছেন। মতিয়া আপা জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন।’

মতিয়া চৌধুরী ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা নুরজাহান বেগম ছিলেন গৃহিণী। ১৯৬৪ সালের ১৮ জুন খ্যাতিমান সাংবাদিক বজলুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মতিয়া চৌধুরীর রাজনীতির হাতেখড়ি হয় ইডেন কলেজে অধ্যয়নরত অবস্থায়। তিনি ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। পরে ১৯৬৭ সালে পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ন্যাপ) যোগ দেন এবং এর কার্যকরী কমিটির সদস্য হন। মতিয়া চৌধুরী আইয়ুববিরোধী আন্দোলনের মাধ্যমে আলোচিত হন।