সংকটে নয় উচ্ছাসেই কাটুক তারুণ্য

অতিথি নিউজ ডেস্ক ।।

সংকটে নয় উচ্ছাসেই কাটুক তারুণ্য
তারুণ্যের শক্তি অজেয়

কবি কাজী নজরুল ইসলাম নতুনকে কেতন ওড়ানোর আহ্বান জানিয়েছেন 'প্রলয়োল্লাস' কবিতায়। সুকান্ত ভট্টাচার্য তো 'তারুণ্য' নামে তার পূর্ণাঙ্গ কবিতায় লিখেছেন—

'তারুণ্যের প্রত্যেক আঘাতে কম্পমান

উর্বর-উচ্ছেদ। অশরীরী আমি আজ

তারুণ্যের তরঙ্গের তলে সমাহিত

উত্তপ্ত শয্যায়। ক্রমাগত শতাব্দীর

বন্দী আমি অন্ধকারে যেন খুঁজে ফিরি

অদৃশ্য সূর্যের দীপ্তি উচ্ছিষ্ট অন্তরে।'

গদ্য, পদ্য, ছন্দ-গীতিতে তারুণ্যকে এইভাবেই বর্ণনা করেছেন কবি-সাহিত্যিকেরা। সাহিত্য, সংগ্রামে তারুণ্যের জয়ধ্বনি নিশ্চিত। নিশ্চিত জেনেও আমাদের দেশে তারুণ্য কেন জানি উপেক্ষিত। কারণ কি জানা?

উদ্যোক্তা থেকে উদ্যম, সাহস থেকে সংগ্রাম, উল্লাস থেকে উদ্ভব, রাজপথ থেকে রাজনীতি, উচ্চারণ থেকে উত্তোলন সবকিছুতে এখন তারুণ্যই মুখ্য। শুধু মুখ্য নয় নেতৃত্ব এখন তরুণদের হাতে।