গ্যাস উৎপাদন বাড়াচ্ছে কাতার, ২,০০০ টিসিএফ মজুত

আন্তর্জাতিক ডেস্ক :

গ্যাস উৎপাদন বাড়াচ্ছে কাতার, ২,০০০ টিসিএফ মজুত
প্রতীকী ছবি

জানা গেছে, বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে কাতার । এই গ্যাসক্ষেত্র থেকে ২০৩০ সালের মধ্যে বার্ষিক উৎপাদন ১৪ কোটি ২০ লাখ টনে উন্নীত করতে চায়  এ দেশটি।

সংবাদ সংস্থাতে বলা হয়েছে, নিউ নর্থ ফিল্ড এক্সপ্যানশন, যা নর্থ ফিল্ড ওয়েস্ট নামে পরিচিত, সেই প্রকল্পের মাধ্যমে বার্ষিক ১ কোটি ৬০ লাখ টন উৎপাদন সক্ষমতা বাড়বে। কাতারের জ্বালানিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবি গত রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

সাদ আল-কাবি একই সঙ্গে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি কাতার এনার্জির কর্ণধার। সংবাদ সম্মেলনে তিনি কাতারের গ্যাস মজুত নিয়ে নতুন তথ্য দেন। ধারণা করা হচ্ছে, সেখানে ২৪০ ট্রিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস আছে। ফলে কাতারের মজুত গ্যাসের পরিমাণ ১ হাজার ৭৬০ ট্রিলিয়ন ঘনফুট থেকে বেড়ে ২ হাজার ট্রিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে।

আল-কাবি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে চলতি দশক শেষ হওয়ার আগেই কাতারের প্রাকৃতিক গ্যাসের উৎপাদন সক্ষমতা ১৪ কোটি ২০ লাখ টনে উন্নীত হবে; অর্থাৎ এখন তাদের যে উৎপাদন সক্ষমতা, তার চেয়ে ৮৬ শতাংশ বাড়বে।

সম্প্রতি কাতারের সঙ্গে বেশ কয়েকটি দেশ দীর্ঘ মেয়াদে এলএনজি কেনার চুক্তি করেছে। এরপরই কাতার উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা ঘোষণা করে। চলতি মাসের শুরুর দিকে কাতার জানায়, ভারতের পেট্রোনেটের কাছে ২০ বছর মেয়াদে বার্ষিক ৭৫ লাখ টন গ্যাস সরবরাহ করা হবে। এই গ্যাস সরবরাহ শুরু হবে ২০২৮ সালের মে মাস থেকে।