চ্যাম্পিয়ন শিরোপা জয়ী নারীদের জন্য প্রধানমন্ত্রীর পুরস্কার ঘোষণা

অতিথি নিউজ ।।

চ্যাম্পিয়ন শিরোপা জয়ী নারীদের জন্য প্রধানমন্ত্রীর পুরস্কার ঘোষণা
সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়ন প্রাইজমানি দেবেন প্রধানমন্ত্রী

নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয় করে আনা নারীদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (১১ মার্চ, সোমবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলের অনুষ্ঠানে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও বিজ্ঞানীদের বিশেষ গবেষণায় অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে এ পুরস্কার দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, লেখাপড়া, খেলাধুলা সবদিক থেকে আমরা এগিয়ে আছি। সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের মেয়েরা। আমি তাদের ডাকবো, তাদের ডেকে প্রাইজমানি দেবো এবং উৎসাহিত করবো।

এর আগে ফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ৩-২ গোলে তাদেরকে হারায় বাংলাদেশের কিশোরীরা। 

চ্যাম্পিয়নশিপে বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক ইয়ারজান।