বেগুনের দাম কেজিতে ২ টাকা!

অতিথি নিউজ ডেস্ক :

বেগুনের দাম কেজিতে ২ টাকা!

লালমনিরহাট: গত কয়েক বছরের চেয়ে এবার রমজান মাসে হঠাৎ বেগুনের দাম অনেক কমে গেছে। যেই লম্বা বেগুনের দাম গত কয়েকদিন আগেও ৫০ টাকার বেশি ছিল, এখন সেই বেগুন পাইকারি বিক্রি হচ্ছে দুই টাকা দরে।

গোল বেগুনের পাইকারি দাম কেজিতে ছয় থেকে সাত টাকা আর খুচরা দাম ১০ টাকা।

বৃহস্পতিবার (২১ মার্চ) লালমনিরহাটের সবজি গ্রাম খ্যাত কুমড়িরহাট পাইকারি বাজারে এমন দৃশ্য দেখা গেছে। 

জানা গেছে, প্রতি বছর রমজান মাসে বেগুনসহ অন্যান্য সবজির দাম বেড়ে যায়। রমজানে ইফতারিতে বেগুনি ছাড়া যেন জমে না। বিগত বছরগুলোতে বেগুনের বাজার দর বেশি থাকায় রমজানে বেগুনের বেগুনি নিয়ে বেশ আলোচনা সমালোচনাও হতো।

 রমজানে ভালো মুনাফা পেতে রমজানকে ঘিরে বেগুন চাষাবাদ করেন অনেক চাষি। এ বছর ঘটেছে বিপত্তি। প্রথম রমজানে পাইকারি বাজারে বেগুন ৫০ টাকা কেজি বিক্রি হলেও ছয়/সাত রমজান থেকে দরপতন ঘটে। বেগুন এখন পাইকারি বিক্রি হচ্ছে দুই টাকা কেজি দরে। ফলে ক্ষেত থেকে বেগুন সংগ্রহ করার শ্রমিকের খরচই উঠছে না চাষিদের।