রিকশাচালকদের ২০ হাজার ছাতা দেবে ডিএনসিসি

অতিথি নিউজ ডেস্ক :

রিকশাচালকদের ২০ হাজার ছাতা দেবে ডিএনসিসি

সারাদেশে তীব্র তাপদাহ বাড়াতে্ এ দেশের জনগন নানাভাবে চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। সাধারণ দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো জীবন জীবিকার জন্য গরমের মধ্যেও  প্রতিনিয়ত বাসা থেকে বের হচ্ছেন উপার্জন করতে। এসব খেটে খাওয়া মানুষ তথা রিকশাচালকদের মাঝে ছাতা, স্যালাইন ও খাবার পানি বিতরণ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মেয়র আতিকুল ইসলাম বলেন, নগরে অসহনীয় তাপমাত্রা বয়ে যাচ্ছে। এরমধ্যে খেটে খাওয়া মানুষ তথা রিকশাচালকরা জীবিকার তাগিদে বাসা থেকে বের হচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যে আমরা রিকশাচালকদের মাঝে ২০ হাজার ছাতা বিতরণ করবো। প্রতিটি রিকশার মধ্যে ছাতা লাগিয়ে দেবো। তার সঙ্গে পানির কনটেইনার ও স্যালাইন দেবো।

ডিএনসিসি মেয়র আরও বলেন, একজন রিকশাচালকের আয় কিন্তু তার রিকশা থেকেই হয়। চালকদের যদি আমরা এই ছাতাটা দিতে পারি, তাহলে রিকশাচালকরা সুস্থ থাকবেন। আর তারা যদি অসুস্থ হয়ে যান তাহলে কোথায় যাবে? তার পরিবার কিন্তু পথে বসে যাবে। সুতরাং আমরা তাদের সহযোগিতা করবো। স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আলাপ করেছি স্যালাইনের জন্য। স্যালাইন পেলেই ছাতা বিতরণ শুরু হবে।