দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে পুলিশ : আইজিপি

নিজস্ব প্রতিবেদক ।। ঢাকা ::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে পুলিশ : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 

আজ (মঙ্গলবার, ১২ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে পুলিশ এ দায়িত্ব পালন করে আসছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে। অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার করা হচ্ছে। আগামীতেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ।

পুলিশ প্রধান বলেন, যে কোনো ধরনের নাশকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের যথাযথ সামর্থ্য রয়েছে। দেশের মানুষের জন্য জীবন বাজি রেখে পুলিশ কাজ করতে বদ্ধ পরিকর।