হাতিরঝিলের সকাল রাঙানো সাইক্লিস্টরা

হাতিরঝিলের সকাল রাঙানো সাইক্লিস্টরা

থ্রি টু ওয়ান…গো! বলার সঙ্গে সঙ্গে ছুটছেন একেকজন সাইক্লিস্ট। কয়েক সেকেন্ডের মধ্যে একেকটা সাইকেলে যেন আসুরিক শক্তি ভর করছে। শীতের সকালের মিষ্টি রোদ, ঠান্ডা, কুয়াশা ভেদ করে তিরবেগে ছুটছে একেকজন। সবার আগে ফিনিশ লাইন ছুঁতে হবে।

কাকডাকা ভোরেই রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনের সড়কদ্বীপ, রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ। কয়েক শ সাইক্লিস্ট, স্বেচ্ছাসেবক, দর্শকের ভিড়ে জায়গাটা গমগম করছে। সাইক্লিস্টদের ছোট ছোট দল ছুটে যাচ্ছে, আর রাস্তার দুপাশ থেকে দর্শকেরা করতালি দিয়ে উৎসাহ দিচ্ছেন। একেকটা সাইকেল ফিনিশ লাইন ছোঁয়ার সঙ্গে সঙ্গে পাশে রাখা স্ক্রিনে ভেসে উঠছে কে কত মিনিট, কত সেকেন্ডে চালানো শেষ করলেন।