আজ আন্তর্জাতিক সন্দেহবাদী দিবস

অতিথি নিউজ ডেস্ক ।।

আজ আন্তর্জাতিক সন্দেহবাদী দিবস
সন্দেহ বিশ্বাসের বিপরীত কিছু নয়, বরং এটা বিশ্বাসেরই অংশ।

নতুন জ্ঞান সৃষ্টি বা সত্যান্বেষণে সন্দেহ অতি জরুরি হলেও ব্যক্তিজীবনের সম্পর্কচর্চায় কিংবা নির্ভেজাল জীবনচর্চায় সন্দেহ-সংশয় নেতিবাচক বলেই অনেকেই মনে করেন। সন্দেহ বিশ্বাসের বিপরীত বলে মনে হলেও ব্যাপারটি আসলে তা নয়। এটি কেবল একটি সাধারণ ধারণা আছে। সন্দেহ-সংশয়ের ওপর ভিত্তি করেই সত্য জ্ঞানের প্রসার ঘটে।

আজ ১৩ জানুয়ারি, আন্তর্জাতিক সন্দেহবাদী দিবস। ১৯৯০-এর দশকে এটি প্রথম পালিত হয়।

ফারসি প্রবাদ মতে, সন্দেহই হলো জ্ঞানের চাবিকাঠি। কেননা, কোনো কিছু সম্বন্ধে সন্দেহ না থাকলে অধিকতর জ্ঞান লাভ সম্ভব হয় না।

আমেরিকান দার্শনিক পল টিলিক বলেছেন, সন্দেহ বিশ্বাসের বিপরীত কিছু নয়, বরং এটা বিশ্বাসেরই অংশ।

রোজকার জীবনে যত্রতত্র ব্যবহারে আমরা সন্দেহ শব্দটি ব্যবহার করে এর অর্থ ও আসল উদ্দেশ্য পরিবর্তন করে ফেলেছি। অথচ সন্দেহ বলতে মূলত নিরীক্ষামূলক চিন্তাভাবনা ও যৌক্তিক অনুসন্ধানকে বোঝায়। প্রশ্ন উত্থাপন ও প্রাপ্ত তথ্যপ্রমাণ যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে চূড়ান্ত সত্যের কাছে পৌঁছাতে হয়।