ফিটনেস সুরক্ষায় এআই ট্রেনার

অতিথি ডেস্ক ।।

ফিটনেস সুরক্ষায় এআই ট্রেনার
কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ ফিটনেস চ্যাটবট

ফিট থাকতে নিয়মিত জিমে যাবার বিকল্প নেই। তবে অনেকেই জিমে যাওয়ার মতো সময় মেলাতে পারে না, আবার কেউ কেউ জিমে থাকা মানুষ প্রশিক্ষকের কাছে খুব বেশি উৎসাহও পায় না, তাদের জন্যই চলে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ ফিটনেস চ্যাটবট।

এআই ফিটনেস সফটওয়্যার ফার্ম ম্যাজিক এআইয়ের প্রধান নির্বাহী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট বরুণ ভানোট। জিমে যেতে অনীহা এবং শরীরচর্চাকে আরো বেশি উপযোগী করতে ২০২১ সালে ম্যাজিক এআই সেটআপ করে ফেলেন তিনি । টাচ-স্ক্রিন আয়নার মতো কাজ করা ম্যাজিক মিররে  লগইন করার সময়ে বেশ কিছু বায়োমেট্রিক তথ্য চেয়ে নেয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম অনুযায়ী এআই প্রশিক্ষক লাউড স্পিকারের মাধ্যমে কথা বলে ব্যবহারকারীর সঙ্গে। এমনকি ক্যামেরার মাধ্যমে ওয়ার্কআউটের গতিবিধি ট্র্যাক করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং পরামর্শ প্রদান করতেও বেশ সিদ্ধহস্ত বরুণের এআই সেটআপ। ব্যবহারকারীর শারীরিক অগ্রগতির পাশাপাশি নতুন নতুন ওয়ার্কআউট প্ল্যান নিমিষেই তৈরি করতে পারে এই বট।