রাজধানীতে তীব্র গরমের কারণে সুপেয় পানি বিতরণ করছে পুলিশ

অতিথি নিউজ ডেস্ক :

রাজধানীতে তীব্র গরমের কারণে সুপেয় পানি বিতরণ করছে পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তীব্র দাবদাহে খেটে খাওয়া সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়েছে বলে জানা যায়। মানবিক সহায়তা হিসেবে ডিএমপির বিভিন্ন থানা পুলিশ সুপেয় পানি বিতরণ করছে সাধারণ মানুষকে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনার পর এই কার্যক্রম শুরু হয় জানিয়েছেন।

শনিবার (২০ এপ্রিল) সারাদিনব্যাপী রাজধানীর ধানমন্ডি, উত্তরখান, ডেমরাসহ কয়েকটি থানা এলাকায় চলে এই কার্যক্রম। যা আগামী কয়েকদিন ধরে অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এ সময় তিনি সাধারণ নগরবাসীর সেবায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান। এরপরই থানা পুলিশ খেটে খাওয়া সাধারণ মানুষকে ঠান্ডা পানির বোতল, ভ্রাম্যমাণ পানির ট্যাঙ্ক স্থাপন ও লেবু বা শরবত খেতে দিচ্ছেন।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ আল মামুন বলেন, প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষকে পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। অনেক সাধারণ মানুষ এতে উপকৃত হচ্ছেন।

এদিকে শনিবার দেশজুড়ে ব্যাপক দাবদাহ ছিল। তাপমাত্রা যশোরে ৪২ ডিগ্রি এবং রাজধানীতে ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। এতে নাভিশ্বাস হয়ে উঠেছে নগরবাসী।