বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা

ডাঃ এ এম শামীম

বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা
ডাঃ এ এম শামীম

বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ৬০ শতাংশ বেসরকারি উদ্যোগে পরিচালিত। বিশ্বব্যাপী করোনা মহামারী ছড়িয়ে পড়া থেকে শুরু করে পরবর্তী তিন বছরে বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাত অনেক সংগ্রাম করেছে। প্রথম ছয় মাস করোনা সংক্রমিত রোগীরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারেননি। কারণ বেসরকারি হাসপাতালের

সেই সেবা দেয়ার অনুমতি ছিল না। তবে করোনা মহামারী চলাকালে বাকি আড়াই বছর বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সফলতার সঙ্গে এগিয়েছে। করোনার সময় চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতাও ছিল না। চিকিৎসার অভাবে কোনো ব্যক্তি মারা গেছেন, এমনটাও আমরা শুনিনি। স্বাস্থ্য সেবা খাত নিয়ে সে রকম কোনো অসন্তুষ্টিও দেখা যায়নি। এখন করোনা পরবর্তী সময়ে এসে স্বাস্থ্য সেবা খাত খারাপ হয়েছে তেমনটা নয়; বরং আমি বলব করোনার ওই সময়ের মতো এখনও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালোভাবেই চলছে।