ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন বুমেরাং হবে

রামজি বারুদ

ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন বুমেরাং হবে
রামজি বারুদ

ফ্রাঞ্জ কাফকার একটি বিখ্যাত উদ্ধৃতি: আপনি যা-ই ভালোবাসবেন, তা হারিয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল, তবে শেষাবধি অন্য যে কোনোভাবে সেই ভালোবাসা ফিরে পাবেন। আমি বিশ্বাস করি বিদ্বেষ, ঘৃণা, রোষ, এমনকি হিংস্রতাসহ অন্য যে কোনো কর্তৃত্বমূলক আচরণ ও অনুভূতির ক্ষেত্রেও এ নীতিটিই প্রযোজ্য।

মার্কিন কর্মকর্তাদের এটা স্মরণে রাখা উচিত যে, তারা গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যা অব্যাহত রাখতে সব রকমের সহায়তা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি যে কাজটি তারা করছেনতা হচ্ছে, ইসরায়েলকে মার্কিনিদের বিলিয়ন ডলারের সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা। গাজায় মানুষের রক্তগঙ্গার প্রবাহকে আরও তীব্রতর ও সহজতর করতে আমেরিকার এ প্রত্যক্ষ ভূমিকা সারা বিশ্ব দেখছে, শুনছে, অনুভব করছে আর তারা দিন দিন ক্ষুব্ধ হচ্ছে।

ফ্রাঞ্জ কাফকার একটি বিখ্যাত উদ্ধৃতি: আপনি যা-ই ভালোবাসবেন, তা হারিয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল, তবে শেষাবধি অন্য যে কোনোভাবে সেই ভালোবাসা ফিরে পাবেন। আমি বিশ্বাস করি বিদ্বেষ, ঘৃণা, রোষ, এমনকি হিংস্রতাসহ অন্য যে কোনো কর্তৃত্বমূলক আচরণ ও অনুভূতির ক্ষেত্রেও এ নীতিটিই প্রযোজ্য।

মার্কিন কর্মকর্তাদের এটা স্মরণে রাখা উচিত যে, তারা গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যা অব্যাহত রাখতে সব রকমের সহায়তা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি যে কাজটি তারা করছেনতা হচ্ছে, ইসরায়েলকে মার্কিনিদের বিলিয়ন ডলারের সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা। গাজায় মানুষের রক্তগঙ্গার প্রবাহকে আরও তীব্রতর ও সহজতর করতে আমেরিকার এ প্রত্যক্ষ ভূমিকা সারা বিশ্ব দেখছে, শুনছে, অনুভব করছে আর তারা দিন দিন ক্ষুব্ধ হচ্ছে।

লেখক :

আন্তর্জাতিক সিন্ডিকেটেড কলামিস্ট, মিডিয়া পরামর্শদাতা, বেশ কয়েকটি বইয়ের লেখক এবং PalestineChronicle.com এর প্রতিষ্ঠাতা। ২০ বছরেরও অধিক সময় ধরে মধ্যপ্রাচ্য নিয়ে লিখছেন। নিবন্ধটি আরব নিউজের মতামত বিভাগ থেকে অনুবাদ করেছেন সঞ্জয় হালদার