অম্লান থাকুক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস

ফরহাদ রহমান সরকার

অম্লান থাকুক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস
ফরহাদ রহমান সরকার

১২ জানুয়ারি ২০২৪, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩-তম প্রতিষ্ঠা দিবস। স্বাধীন বাংলাদেশের সমান বয়সী এ বিশ্ববিদ্যালয় ১৯৭১ সালের ১২ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রিয়ার এ্যাডমিরাল এস এম আহসান আনুষ্ঠানিকভাবে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়নামে উদ্বোধন করেন।

এর আগে ১৯৭১ সালের ৪ জানুয়ারি অর্থনীতি, ভূগোল, গণিত এবং পরিসংখ্যান বিভাগে ভর্তিকৃত ১৫০ জন ছাত্র নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের ক্লাশ শুরু হয়। মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের মাধ্যমে এ বিশ্ববিদ্যালযকে স্বায়ত্বশাসনের মর্যাদা দান করেন। এ অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ৬৯৭.৫৬ একর ভূমির ওপর প্রতিষ্ঠিত ও ১৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কলা ও মানবিকী, গাণিতিক ও পদার্থবিষয়ক, সমাজবিজ্ঞান, জীববিজ্ঞান, বিজনেস স্টাডিজ এবং আইন অনুষদের অধীনে ৩৪টি বিভাগ এবং ইনস্টিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ), ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি), বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এ্যান্ড জিআইএস-এর অধীনে প্রায় ১২ হাজার ৬০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। এ শিক্ষার্থীদের জন্য নবনির্মিত ৬টি আবাসিক হলসহ মোট আবাসিক হলের সংখ্যা ২১টি। শিক্ষক রয়েছেন ৭২২ জন, কর্মকর্তা রয়েছেন ৩৬৫ জন এবং কর্মচারী রয়েছেন তৃতীয় শ্রেণি ৯২৫ এবং চতুর্থ শ্রেণির ৫৪১ জন। এ বিশ্ববিদ্যালয়ের ইতোমধ্যে ৬টি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ৬ষ্ঠ সমাবর্তনে প্রায় সাড়ে ১৫ হাজার গ্র্যাজুয়েট, ৩৪ জন এমফিল এবং ২৮০ জন পিএইচডি ডিগ্রিধারী অংশগ্রহণ করেন।