নবম আন্তর্জাতিক ফায়ার সেফটি এন্ড সিকিউরিটি এক্সপো ২০২৪ শুরু

ঢাকা ।।

নবম আন্তর্জাতিক ফায়ার সেফটি এন্ড সিকিউরিটি এক্সপো ২০২৪ শুরু
বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার আগারগাঁওয়ে ইসাবের এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অগ্নিঝুঁকি কমিয়ে এনে দেশে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার, অগ্নি-সুরক্ষা নিশ্চিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেছে ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)। ১৭ই ফেব্রুয়ারি থেকে ১৯শে ফেব্রুয়ারি সকাল ১১ টা থেকে রাত্র আটটা পর্যন্ত প্রতিদিন এক্সপো। 

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন।

বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার আগারগাঁওয়ে ইসাবের এই প্রদর্শনীতে বিশ্বের ৩০টি দেশের শতাধিক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে, যারা তাদের ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটির অত্যাধুনিক পণ্যগুলো প্রদর্শন করছে। এছাড়া তিনটি ক্যাটাগরিতে পণ্য প্রদর্শন করা হয়েছে এই এক্সপোতে, যার মধ্যে থাকছে ফায়ার সেফটি সলিউশন, সিকিউরিটি সলিউশন ও বিল্ডিং অটোমেশন।

বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যেমন- গার্মেন্টস, টেক্সটাইল হোটেল রিসোর্ট কমার্শিয়াল বিল্ডিং, আবাসিক বিল্ডিং যাদের আছে বা কাজ করে থাকেন তারা এই মেলা থেকে নতুন কোন নতুন পণ্য সম্পর্কে ধারণা পেতে পারবেন এবং দর্শনার্থী হিসেবে যারা আসবেন তারা মেলায় অংশগ্রহণকারীদের পণ্য বা পণ্যের ব্যবহারবিধি সম্পর্কে ক্রধারণা নিতে পারবেন।